যথাযোগ্য মর্যাদায় ভোলায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

0
45

ভোলা নিউজ২৪ডটকম।। সামাজিক দূরত্ব রেখে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ভোলায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

আজ বুধবার(১৬ডিসেম্বর)জেলা প্রশাসক কর্যলয় প্রঙ্গনে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয় পরে ভোর সাড়ে ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোলা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।


এসময় উস্থিত থেকে পুষ্পমাল্য দেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ জেলা আ’লীগের নেতৃবৃন্দ, ভোলা জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।পরে একে একে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।


এছাড়া সার্কিট হাউজে সকাল ০৮.০০টায় জেলা প্রশাসক,মোঃ মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক সম্মান প্রদর্শন করেন।ভোলায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।প্রতি বছর কুচকাওয়াজ প্রদর্শন ও শিশুদের ডিসপ্লে প্রদর্শন করা হলেও এবার হয়নি কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন।

LEAVE A REPLY