বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ২৪ তম বিসিএস ফোরাম এর শ্রদ্ধা নিবেদন

0
47

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে সকল  শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন  ভোলা জেলা ২৪ তম বিসিএস ফোরাম এর সদস্যরা। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জেলা  প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ২৪ তম বিসিএস ফোরাম এর সভাপতি পুলিশ সুপার  সরকার মোহাম্মদ কায়সার,সহ-সভাপতি বিভাগীয় বন কর্মকর্তা  ভোলা এর মো: তৌফিকুল ইসলাম,সাধারন সম্পাদক সরকারি শেখ ফজিলাতুন্নেছা  মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: ফরিদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা  মো: আসাদুজ্জামান,কোষাধ্যক্ষ ভোলা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ,সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, ভোলা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মো: মাহাবুব আলম, সরকারি শেখ ফজিলাতুন্নেছা  মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: হুমায়ুন কবির,সহকারী অধ্যাপক আ আম হারুনুর রশীদ,ভোলা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক কামাল হোসেন প্রমুখ।পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধি সৌধে ফাহেতা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এসময় তারা বলেন, বাংলাদেশের মানুষ যখন মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের বিরোধীতাকারী অপশক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার উদ্দেশে তারা আবারও মাঠে নেমেছে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।  এর আগে সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ভোলায় মহান বিজয় দিবসের শুভ  সূচনা হয়।  সূর্য উদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,কোস্টগার্ড,মুক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,ভোলা প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

LEAVE A REPLY