মিরাজ-শান্তর ব্যাটে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

0
0

ভোলা নিউজ ২৪ ডটকম :: ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই ইতিহাস গড়ার দুয়ারে বাংলাদেশ। সেই লক্ষ্যে দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আজ রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১১৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার রনি ও লিটন। তবে এই দুইজনের জুটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১৬ রানের মাথায় কারানের বলে ডিপ স্কয়ার লেগে ফিল সল্ট ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৯ রানে ফেরেন লিটন। এরপর ১০ রানের ব্যবধানে ফিরে যান আরেক ওপেনার রনি তালুকদার। প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু করলেও এই ম্যাচে স্কোরবোর্ডে ৯ রানের বেশি যোগ করতে পারেনি রনি। তবে রনির পর বেশিক্ষণ টিকতে পারেননি ব্যাটার তৌহিদ হৃদয়। হৃদয়ের সাজঘরে ফেরার পর মিরাজ-শান্তর ব্যাটিংয়ে জয়ের পথে বাংলাদেশ।

মালানের বিদায়ের পর জুটি গড়েন দুই ব্যাটার ফিল সল্ট ও জশ বাটলার। এই দুই ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। তবে এবার আর তা হতে দেননি সাকিব। ইনিংসের সপ্তম ওভারেই ফেরান ওপেনার ফিল সল্টকে। সাকিবের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন সল্ট। এরপর গত ম্যাচে দুর্দান্ত খেলা জশ বাটলারকে ক্লিন বোল্ড করেন তরুণ তুর্কি হাসান মাহমুদ। অষ্টম ওভারে হাসানের ইয়র্কারে ধরাশায়ী বাটলার। ফিরে যান ৬ বলে ৪ রান করে। বাটলারের বিদায়ের পর থিতু হতে পারেননি আরেক ব্যাটার মঈন আলী। ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। ইনিংসের নবম ওভারে রানে মিরাজের বলে মিড উইকেটে শামীমকে ক্যাচ দিয়ে ফেরেন মঈন। সুত্র এনটিভি অনলাইন

এরপর একে একে ফিরে যান স্যাম কারাণ ও ক্রিস ওকস। একই ওভারে এই দুই ব্যাটারকে স্ট্যাম্পিং করেন লিটন। সবমিলিয়ে ব্যাটিং বিপর্যয়ে সফকারীরা। শেষমেষ সব উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি তুলতে পারেনি ইংলিশরা।

LEAVE A REPLY