বাখমুতে হতাহতের যে তথ্য জানাল ইউক্রেন ও রাশিয়া

0
0

ভোলা নিউজ ২৪ ডটকম :: পূর্ব ইউক্রেনের ছোট শহর বাখমুত নিয়ন্ত্রণে নিতে এখনও রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে লড়াই চলছে। এক্ষেত্রে কিয়েভ বাহিনী থেকে এগিয়ে রয়েছে মস্কোর সৈন্যরা। গতকাল শনিবারও (১১ মার্চ) শহরটিতে তীব্র লড়াই হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার লড়াইয়ে দুপক্ষের শতাধিক সৈন্য হতাহতের তথ্য জানিয়েছে তারা। খবর রয়টার্সের।

ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘বাখমুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় লড়াইয়ে ২২১ জন মস্কোপন্থী মারা গেছে। আহত হয়েছে তিন শতাধিক।’

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘দনেৎস্ক সীমান্তে ২১০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।’ তবে, বাখমুতের রুশ বাহিনীর হতাহতের বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুত্র এনটিভি অনলাইন

রয়টার্স বলছে, বাখমুতের নিয়ন্ত্রণ নিতে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। রুশ আগ্রাসনের মধ্যে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে ছোট শহরটিতেই। দুপক্ষই বাখমুতের ক্ষতির কথা স্বীকার করেছে। তবে, হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। এমনকি, স্বাধীনভাবে তা পর্যবেক্ষণ করা যায়নি।

এদিকে, শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাখমুতের পশ্চিমাংশের বেশির ভাগ এলাকা রুশ ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপের দখলে রয়েছে, যা গত বুধবার দাবি করেছিল গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়টি বলছে, ‘বাখমুতের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীটি ফ্রন্টলাইন হিসেবে চিহ্নিত হয়েছে।’

LEAVE A REPLY