মাছ খেলেই নেশা হবে

0
883

মাছ ভালোবাসেন না এমন বাঙালি বোধহয় সংখ্যায় খুব কমই আছেন। কিন্তু মাছ খেলে নেশা হয় শুনেছেন কখনো! ঠাট্টা নয়, এমন মাছ সত্যিই রয়েছে।পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছ ঝাঁকে ঝাঁকে রয়েছে। তিউনিশিয়া, ফ্রান্স আর ইসরায়েলের উপকূলীয় এলাকায়ও দেখা মেলে এই মাছের। সোনালি ও হলুদ রঙের আঁশ বিশিষ্ট এই মাছ দেখতে অনেকটা বাড়ির অ্যাকোরিয়ামের বাহারি মাছের মতোই। আরবি ভাষায় মাছটির নাম সারপা সালপা। এর অর্থ, যে মাছ আপনাকে স্বপ্ন দেখাবে। তাই এই মাছটি ‘ড্রিম ফিস’ বা স্বপ্ন মাছ নামেই বেশি পরিচিত। এ মাছ খাওয়ার পর আপনি যা দেখবেন, যা বলবেন তা অন্যরা দেখতে কিংবা বুঝতে পারেন না! কারণ, বিজ্ঞানীরা বলছেন, এই মাছ খেলে মানুষের স্নায়ুর বিকার ঘটে।যার ফলে হ্যালুসিনেশন বা দুঃস্বপ্ন আপনাকে বিভ্রান্ত করতে পারে! এই অদ্ভুত মাছটি নিয়ে এখনো গবেষণা চলছে। তবে এখনো রহস্য সম্পূর্ণ ভেদ করা সম্ভব হয়নি। এটি খাওয়ার ফলে উচ্চমাত্রার মাদক সেবনের সমান পরিস্থিতি তৈরি হয়।

LEAVE A REPLY