মনপুরায় স্বামীর সাথে অভিমানে স্ত্রী বিষপানে  আত্মহত্যার চেষ্ঠা

0
361

মনপুরা প্রতিনিধি,ভোলা নিউজ ২৪ডটনেট  ॥
ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলীর চরে স্বামীর সাথে অভিমান করে স্ত্রী বিষপান করে আত্মহত্যার  চেষ্ঠা করেন। পরে ওই স্ত্রীর স্বামী প্রথমে মনপুরা হাসপাতালে ভর্তি করে। পরে রাত ৮টায় মুমূর্ষু অবস্থায় স্প্রীডবোটযোগে ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়।

রোববার সন্ধ্যা ৬ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের বিচ্ছিন্ন কলাতলীর চরের ১ নং ওয়ার্ডে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষপানে  আত্মহত্যা  হত্যার চেষ্ঠাকারী হলেন, উপজেলার কলাতলীর চরের বাসিন্দা ইদ্রিসের স্ত্রী রাশেদা (৩৫)।

রাশেদার ভাই হারুন জানান, পারিবাহিক কোলহের জেরে অভিমানে আত্মহত্যার চেষ্ঠা করে তার বোন।

হাসপাতালের কর্তব্যরত আবাসিক অফিসার ডাঃ মাহমুদুর রশীদ জানান, বিষপানে আত্মহত্যার চেষ্ঠায় ওই গৃহবধুকে আশংকা জনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

LEAVE A REPLY