ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিগোগিতা অনুষ্ঠিত

0
903

আদিল হোসেন তপু:ভোলা নিউজ ২৪ ডটনেট :সুস্থ দেহে সুন্দর মন,ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগনকে সামনে রেখে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিগোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রঙ্গনে প্রতিযোগিতার উদ্ধোধন করে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসার দুলাল চন্দ্র ঘোষ,প্রফেসার মু:রুহুল আমীন জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানের সভাপত্বিত করেন- শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রফেসার মো: শাসসুল আলম। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্তাবধায়নে রয়েছে- উপধ্যক্ষ সুমংগল পাল, মো: হুমায়ুন কবির। কলেজের শিক্ষার্থীরা ১৫ টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে ছিলে মেয়েদের দৌড় প্রতিযোগীতা,হাড়ি ভাঙ্গা,সাইকেল রেস,বস্তা দৌড় সহ নানান আয়োজন।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবুদল মমিন টুলু বলেন,ক্রীড়া শারীরিকও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারন শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এতে কলের শরীর ও মন উভয় ভালো থাকে। শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর মনকে সতেজ রাখে। পরে শিক্ষার্থীদের ক্রীড়া শপথ পাঠ করান প্রথান অতিথি।

ভোলা ॥ ১৯-২-১৮

LEAVE A REPLY