ভোলায় কিশোরীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
1085

আদিল হোসেন তপু: ভােলা নউিজ ২৪ ডটনটে  ॥ ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ব্যক্তিগত ও মাসিককালীন স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফর এর সহায়তায় কোস্ট ট্রাাস্ট এর সম্মনিত শিশু বিবাহ রোধ কর্মসূচী (আইইসিএম)প্রকল্পের আয়োজনে সোমবার হীড বাংলাদেশ ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কোর্সে কিশোরীদের স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন, হাত ধোয়ার কৌশল স্যানেটারী নেপকিন ব্যাবহার, আয়রন টেবলেট এর উপকারিতা,মাসিক কালীন সেবা বিষয়ক সচেতনতা,জেন্ডার, বাল্য বিবাহ, প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষনে ভোলা সদর উপজেলার বিভিন্ন কিশোরী ক্লাব থেকে ৫০ কিশোরী এই প্রশিক্ষন কোর্সে অংশ নেয়।
প্রশিক্ষন কোর্সে কিশোরীদের প্রশিক্ষন প্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের ভোলা জেলার উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ ও ইউনিসেফ এর ওয়াশ ( ওয়াটার এন্ড স্যানিটেশন) কর্মকর্তা মো: ফোরকান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- কোস্ট ট্রাস্টের (আইইসিএম) প্রকল্পের সম্মনয়কারী মো. মিজানুর রহমান, সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীস মজুমদার, অ্যাডমিন সিরাজুল ইসলাম, টেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মনিরুজ্জামান, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, ইউনিয়ন সম্মনয়কারী শিল্পি রানী প্রমুখ ।
এসময় প্রশিক্ষনে কিশোরীদের বিশেষ মুহূর্তে হাতদোয়া, মাসিক কালীন পরিচর্যা,স্যানিটারী ন্যাপকিন এর ব্যাবহার সহ ১৮ বছর আগে মেয়েদের বাল্য বিবাহ রোধ করার জন্য মেয়েদের সচেতন করার উপর আলোচনা হয়। পরে কিশোরীদের হাত-ধোয়ার উপর প্রশিক্ষন প্রদান করা হয়।
এসময় বক্তার বলেন, সঠিক ভাবে সঠিক সময়ে হাত ধৌত করলে ৮০ ভাগ রোগ থেকে নিরাপদ থাকা যায়। তাই শিশু থেকে শুরু করে সব বয়সের সকলকে সঠিক ভাবে খাবার আগে,খাবার তৈরি করার আগে,টয়লেট থেকে ফিরে হাত ধৌত করতে হবে। স্বাস্থ্য ভালো থাকলে সকল কার্যক্রমে আনন্দো থাকে। তাই সুস্থ ভাবে বেচেঁ থাকার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার কোন বিকল্প নেই বলে জানান।

LEAVE A REPLY