ভোলা পৌর কর্মকতা কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আলাউদ্দিনের রোগ মুক্তি কামনা

0
720
ইয়াছিনুল ঈমন: ভোলা পৌর কর্মকতা কর্মচারী ইউনিয়নের সভাপতি,জেলা কমিটির ১ নং  নির্বাহি সদস্য  এবং ভোলা পৌরসভার কর আদায়কারী মীর আলাউদ্দিন আলম এর  রোগ মুক্তি কামনা করেছেন ভোলা পৌরসভার কর্মকতা কর্মচারী এসোসিয়েশন।মীর আলাউদ্দিন আলম বিরল প্রক্রিতির সেলুলিটিস নামক ব্যাকটেরিয়া ভাইরাস রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন।
মীর আলাউদ্দিন আলমের রোগমুক্তির কামনায় মীর আলাউদ্দিন আলম এবং তার পরিবার  সকলের দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY