সিয়াম আহমেদ।।
ভোলা নিউজ ২৪ ডট নেট : নকশিকাঁথা হলো সাধারণ কাঁথার উপর নানা ধরণের নকশা করে বানানো বিশেষ প্রকারের কাঁথা। নকশি কাঁথা শত শত বছর পুরনো ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। নকশি কাঁথা ভারত ও বাংলাদেশের লোকশিল্পের একটা অংশ। সাধারণত পুরাতন কাপড়ের পাড় থেকে সুতা তুলে অথবা তাঁতীদের থেকে নীল, লাল, হলুদ প্রভৃতি সুতা কিনে এনে কাপড় সেলাই করা হয়। ঘরের মেঝেতে পা ফেলে পায়ের আঙ্গুলের সঙ্গে কাপড়ের পাড় আটকিয়ে সূতা খোলা হয়। এই সূতা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেয়া হয়। সাধারণ কাঁথা সেলাইয়ের পর এর উপর মনের মাধুরী মিশিয়ে ফুঁটিয়ে তোলা হয় বিভিন্ন নঁকশা যার মধ্যে থাকে ফুল, লতা, পাতা ইত্যাদি।
কিন্তু আমাদের সমাজ থেকে এই কাঁথা উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। সমাজ থেকে হারিয়ে যাচ্ছে নকশি কাঁথার প্রচলন। এখন হাতের কাছে বিভিন্ন রকমের এবং কম দামে পেয়ে যাচ্ছে কম্বল । এর জন্যই কমে যাচ্ছে নকশিকাঁথা ব্যবহার। এতে করে নকশিকাঁথার বিলুপ্তপ্রায়।