এখন একটাই স্বপ্ন ভোলা-বরিশাল ব্রিজ – তোফায়েল আহমেদ

0
51

ভোলা নিউজ২৪ডটকম।। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন এখন একটাই স্বপ্ন ভোলা-বরিশাল ব্রিজ। এটা হলেই ভোলার মানুষের বিচ্ছিন্ন থাকার যে কষ্ট তা দূর হয়ে যাবে। প্রধানমন্ত্রী বরিশালের জনসভায় ব্রিজের কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহর রহমতে এটা এখন সময়ের ব্যাপার মাত্র।

সোমবার দুপুর ১২টার দিকে টেলি কনফারেন্সের মাধ্যমে ভোলায় হতদরিদ্রদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সারা দেশের মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। শুধু তাই নয়, করোনার এই সময় ভোলার ২৫০ শয্যার হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে। সেটা উদ্বোধন করা সম্ভব না হলেও আমরা করোনা রোগীদের সেখানেই সুন্দরভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তিনটি আইসিইউ বেড আনা হয়েছে।’

এ সময় হাজার হাজার নারী-পুরুষ ঈদ উপহার নেওয়ার জন্য মাঠে সমাবেত হয়

ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে অন্তত ১৮ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

LEAVE A REPLY