ভোলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

0
323

নভেল করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে ভোলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অসহায় খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল-২০) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে ২০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাউল, আলু, ডাল চিড়া, ভুট, তেল। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশাফের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মুসতাসির আলম রবিন প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন বলেন, করোনাভাইরাসের কারণে খেলোয়াড় পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। এসব মানুষের কথা চিন্তা করে দেশের এই ক্লান্তিলগ্নে আমরা ভোলা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

LEAVE A REPLY