ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা মাস্ক না পরায় ১৮ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে সহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় দণ্ডবিধি ১৮৬০/২৬৯ ধারা মতে ১৮ জনকে ৪৯০০টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দোকান থেকে মাস্ক কিনে তা পরিধান করানো হয়।
স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দায়ী ব্যক্তিদের জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান।
এ সময় তিনি বলেন, সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।