ভোলার কাচাঁ বাজার নিয়ন্ত্রনহীন

0
4

খোলা নিউজ ২৪ ডটকম :: নিয়ন্ত্রনহীন ভোলার কাচাঁ বাজার। ৪০/৫০টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। অথচ সাধার মানুষের বেতন একই স্থানেথেকেই যাচ্ছে। পলে সাধারন মানুষ বাজারে এসেহিমশীম খাচ্ছে।

আজ দুপুরে ভোলা শহরের কাচাঁ বাজারে গেলে দিন মজুর মোসলেহ উদ্দিন পেপে কেনার জন্য দাম জানতে চাইলে দোকানী জানান,৬৫ টাকা কেজি। এমন সময় জানতে চাইলে বলেন,আমি কোন রকম আয় করি। তাতে আমার সংসার চলে না। খেয়ে না খেয়ে চলছে আমার সংসার। বেসরকারী চাকুরী করেন,এক ব্যক্তি চরম ক্ষোভ প্রকাশ করে বল্লেন,আয়ের সাথে ব্যয়ের কোন মিল খুজে পাচ্ছি না। সবজির যেদাম নিচ্ছে দোকানীরা তাতে না খেয়েই থাকতে হবে। অনেক দোকানী খারাপ ব্যবহার পর্যন্ত করছে। এর কোন প্রতিকার নেই। প্রশাসনের পক্ষ থেকে মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় যে যার মত করে দাম নিচ্ছে। এজন্য এদের একটি সিন্ডিকেট রয়েছে। এরাই প্রশাসনের সাথে কথা বলে থাকেন। এবিষয় ব্যবসায়ীরা কথাই বলতে রাজি নয়। তারা বলছেন,আমাদের কিছু করার নেই। প্রশাসেনর লোকজন আসলে সব কিছুই স্বাভাবিক থাকে। চলে যাবার পরে আবার একই অবস্থা। এখান থেকে আমাদের রক্ষা কে করবে বলে প্রশ্ন খোদ ব্যবসায়ীর।

LEAVE A REPLY