ইব্রাহীম আকাঁশ/ভোলা নিউজ ২৪ ডট নেটঃ ভোলায় বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ট্রাস্ট এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ড্রেশন এর সহযোগীয় আজ (০৯ নভেম্বর ২০১৭ খ্রি.) সকাল ৭টা থেকে ভোলা কেয়াঘাট ব্রীজ হতে ভোলা সরকারি কলেজ পর্যন্ত এই দৌড় প্রতিযোগীতা চলতে থাকে।পরে সকাল ৯টার দিকে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গানে এসে তা শেষ হয়। ভোলা সদর উপজেলার ৭টি কলেজের প্রায় ৭০-৮০ জন ছাএ এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।পরে ভোলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ভোলার বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফয়সাল স্যার এর সভাপতিত্বে প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এই সময় ব্যক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের উপাধক্ষ্য গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের প্রভাষক জুন্নু রায়হান ও কোস্ট ট্রাস্ট এর কর্মকর্তা ও বিভিন্ন কলেজের শিক্ষকবিন্দুরা। পরে দৌড় প্রতিযোগীতাদের মাঝে যারা ১ম, ২য় ও ৩য় হয়েছে তাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় ১ম হয়েছে ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাএ মোঃনয়ন ২য় হয়েছেন ব্যাংকের হাট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাএ মোঃ নাছির ও নাজিউর রহমান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাএ মোঃরাসেল। পরিশেষে,দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহন করা সকল ছাএদের মাঝে তবারক সহ একটি কাচের মগ প্রদান করা হয়।