ভোলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মে দিবস পালিত

0
298

ভোলা নিউজ২৪ডটনেট ।। শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বনার্ঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্যে ভোলায় মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে বানার্ঢ্য একটি র‌্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: মিজানুর রহমান, ভোলা চেম্বার অব কমার্স এর পরিচালক মো: শফিকুল ইসলাম সহ আরো অনেকে।এছাড়াও র‌্যালিতে বিভিন্ন শ্রম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক এর কার্যলয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগের ভোলা জেলা শাখ। দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা শ্রমিকলীগ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ এর চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুলমমিন টুলু। জাতীয় শ্রমিক লীগ ভোলা জেলা শাখার সভাপতি মো: আবু তাহের এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব,ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, ভোলা জেলা শ্রমীক লীগের সাংগঠনিক সম্পাদক মো: ফারক,পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লা নাজু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজকের এ আধুনিক সভ্যতায় আমাদের বিলাসবহুল জীবনের পেছনে শ্রমিকদের অবদান অনেক। শ্রমিকরা একদিন কাজ না করলে রাষ্ট্র অচল। তাই শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে রাষ্ট্রকে। এ সময় শ্রমিক নেতারা দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি জানান।

LEAVE A REPLY