ভোলায় চোরাই তেল সহ ৪জন আটক

0
72
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।।
ভোলা সদর ডোমপট্টি রোড থেকে ৫ ব্যারেল চোরাই তেল জব্দ করেছে ভোলা সদর থানা পুলিশ।সে সময় ৪জন কে আটক করা হয়।
বুধবার (৬জানুয়ারি) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।পুলিশি সুত্রে জানাযায়,মঙ্গলবার রাত ২:১৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শ্রীকান্তের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভোলা সদর ডোমোপোট্টী এলাকা রোড় ১টি পিকয়াপ ভ্যানে করে অবৈধভাবে পাচারের সময় এই তেল জব্দ করে। এসময় তেল পাচারকারী চক্রের ৪ জন সদেস্য বাবুল(৩৫) শরিফ(৩২)সোহেল(৩০)তানভির(৩৬) কে গ্রেফতার করা হয়।
ভোলা সদর থানা ওসি এনায়েত হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাতা ২:১৫মিনিট এর সময় ডোমপট্টী এলাকা থেকে তেল পাচারকালে ৫ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল রেখে পালিয়ে যায় এক কারবারি।পরে তাকেও বালুর মাঠ থেকে আটক করা হয়।মোট ৪জন আটক ও ৫ব্যারেল তেল জব্দ করা হয়। অবৈধ তেল পাচারকারীদের আটক করতে প্রতিনিয়ত পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, জব্দকৃত তেল থানায় রয়েছে।আটককৃত দের নামে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY