ভোলায় গ্রাম পুলিশের পোষাক ও সরঞ্জামাদি সরবরাহ টেন্ডারে অনিয়মের অভিযোগ

0
283

ভোলা জেলা প্রশাসক কার্যালয় আহুত গ্রাম পুলিশদের সাইকেল ও পোশাক সাপলাইয়ের প্রায় ৭০ লাখ টাকার টেন্ডারে নিয়ম হবির্ভূতভাবে বিশেষ ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ওই টেন্ডারে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান রয়েল সাইকেল মার্ট এন্ড সাপলাইয়ার্স, সদর রোড, ভোলা এর প্রতিনিধি গালিব ইবনে ফেরদাউস সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, তারা সর্বনিম্ম দরদাতা হওয়া সত্ত্বেও রহস্যজনক কারণে দ্বিতীয় দরদাতা এ সালেহ কর্পোরেশন, নববাপুর রোড, ঢাকা নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার প্রক্রিয়া করা হয়। গালিব আরও জানান, পোশাক তৈরির অভিজ্ঞতা নেই উল্লেখ করে তার প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে। অথচ যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে ওই প্রতিষ্ঠান সাইকেল বিক্রির প্রতিষ্ঠান নয় এবং সাইকেল সাপলাইয়ের কোন অভিজ্ঞতাও নেই। অথচ ৭০ লাখ টাকার টেন্ডারে সিংহভাগই হচ্ছে সাইকেল সাপলাইয়ের জন্য। পাশাপাশি সিডিউরের শর্ত অনুযায়ী এ সালেহ কর্পোরেশন সাইকেলের কোন নমুনাও জমা দেয়নি। তারপর সিডিউলের শর্তভঙ্গ করে ওই প্রতিষ্ঠানকেই কাজ পাইয়ে দেয়ার বিষয়টি চুড়ান্ত করা হচ্ছে। বিষয়টি তিনি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন।
স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও টেন্ডার কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান তার বিরুদ্ধে স্বেচ্ছারিতার আনিত অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সরকারি টেন্ডার প্রক্রিয়ার নিয়মাবলীর মধ্যেই টেন্ডার যাছাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে কোন কিছু জানার থাকলে জেলা প্রশাসকের সাথে আলোচনা করতে পারেন।

LEAVE A REPLY