ভোলায় ঈমান-আক্বিদা সংরক্ষন কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাও:বশিরউদ্দিন সভাপতি / মাও:তাজউদ্দিন সম্পাদক

0
414

এম মইনুল এহসান।।

ঈমান-আক্বিদা সংরক্ষন ও অনৈসলামীক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ভোলা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।বুধবার সকালে ভোলা শহরের মহাজন পট্্ির  জামে মসজিদে (বড় মসজিদ ) আলীনগর আজিজিয়া মাদরাসার নাজেমে তালীমাত ও ভোলার প্রবিন আলেম মাও: আবদুল খালেকের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে  পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট কার্যর্নিবাহি পরিষদ ও ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে ।
নতুন কমিটিতে  সাবেক সভাপতি মাও: আলহাজ্ব বশিরউদ্দিন ( মুহতামিম নাছির মাঝি মাদরাসা) কে পুনরায়  সভাপতি, মাও: নুরে আলম (মুহতামিম আবুবকর সিদ্দিক মাদরাসা) , মাও: সফিউদ্দিন ( চরপাতা মাদরাসা), মাও: মাকসুদুল্লাহ আমিনি ( ভোলা আলিয়া) , মাও: জালাল আহমদ কে সহ সভাপতি , মাও: তাজউদ্দিন ফারুকি সাধারন সম্পাদক , মাও: মিজানুর রহমান ( মুহতামিম রতনপুর মাদরাসা ) সহ সাধারন সম্পাদক , মাও: আরিফ হোসেন , মাও: মোসলেহ উদ্দিন কে যুগ্ম সাধারন সম্পাদক , মাও:আতাউর রহমান মোমতাজি সাংগঠনিক সম্পাদক , মাও: আবদুল মান্নান প্রচার সম্পাদক , মাও: নুরে আলম আশ্রাফী , মাও: সানাউল্লাহ কে সহ প্রচার সম্পাদক , হাফেজ সাইফুল্লাহ অর্থ সম্পাদক , মাও: ফয়জুল্লাহ  দফতর সম্পাদক , মাও: মীর বেলায়েত দফতর সম্পাদক , মাও: তরিকুল ইসলাম , মাও: মিজান , মাও: ফয়জুল্লাহ , মুফতি হোসাইন , মাও: আবুল কালাম কে নির্বাহি সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহি কমিটি গঠন করা হয় ।
এদিকে উপদেষ্টা পরিষদের অনেকে ইন্তেকাল করায়  শুন্য স্থান পুরন করার জন্য  সর্বসম্মকিক্রমে পূনরায় নতুন উপদেষ্টা সদস্য অন্তভুক্ত করা হয় ্ উপদেষ্টা কমিটিতে  মাও: আবদুল খালেক , মাও: রুহুল আমিন ( সাবেক অধ্যক্ষ ভোলা আলিয়া) , মাও: আনাস , সাবেক ইউপি  চেয়ারম্যান  মাও: আবদুর রহমান খান ,মাও: মহিব্বুল্লাহ ( পীর সাহেব বাটামারা), মাও: মহিউদ্দিন , মাও: তৈয়বুর রহমান ( মুহতামিম আলিনগর আজিজিয়া মাদরাসা) , মুফতি ইয়াসিন নবীপুরি , মাও: মাহবুবুর রহমান ওসমানী ( পীর সাহেব বাটামার) , মাও: ওমর ফারুক , মাও: মোহাম্মদ উল্লাহ তাহেরি ( খতিব ভোলা ইদগাহ ), মাও: ফয়জুল্লাহ , মাও: সালাউদ্দিন, মাও: আবদুল আউয়াল, মাও: রুহুল আমিন কে উপদেষ্টা করে ১৫ সদ্যস বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY