ভোলায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

0
322

গোপাল চন্দ্র দে/ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলায় জেলা প্রশাসনের আয়োজেন “টান্সফরমিং গভার্নেন্স টু রিয়েলাইজ দ্যা সুইটেইনেবল ডেভলাপমেন্ট গোল” সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। আজ ২৩ জুন (শনিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসকের সভা কক্ষে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, কোস্ট গার্ড দক্ষিন জোন জোনাল কমান্ডার এস এম আনোয়ারুল কবির,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন,পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ,ডা: আবুদল কাদের সহ সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন হতে হবে। বর্তমানে সরকারী সকল সেবা মানুষের হাতের মুঠোয় তার কাছাকাছি ইউনিয়ন ডিজিটাল সেন্টার,সহ সকারী অফিসে গেলেই পেয়ে যায়। অথবা ঘরে বসে আনলাইনে আবেদন করলেই হয়। এখন আর অফিসে অফিসে গিয়ে সময় নষ্ট করা লাগে না। আমরা সরকারী সকল কর্মচারীরা জনগনের সেবার জন্য। তাদের সহায়তা করাই আমাদের প্রধান কাজ।

LEAVE A REPLY