ভোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

0
760

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার জংশন ও পরানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বিকেলে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জংশন বাজার ও পরানগঞ্জ বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোজখবর নেন। এ সময় তারা ব্যবসায়ীদের শান্তনা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক যুগ্ম সম্পাদক হাসান তৌফিক রিহিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল,কৃষক দল নেতা জাকির হোসেন দুলাল ,জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, প্রচার সম্পাদাক আরিফ উদ্দিন রনি প্রমূখ।
প্রসঙ্গতঃ- শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানিয়েছেন। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে রবিবার রাত আড়াই টার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজারে আবারও ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সেখানেও প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY