উৎসবমুখর পরিবেশেে ভোলায় ১১৯মন্ডপে শারদীয় দুর্গা পুজা হচ্ছে

0
18

মোঃ আফজাল হোসেন ॥ যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মন্ডপে মন্ডপে পুজা করতে দেখা যায় ধর্মপ্রান মানুষদের। অনুষ্ঠিত হয়।এজন্য শহরের বিভিন্ন পূজা মন্ডবে ভিড় করেন ভক্ত ও দশর্নার্থীরা। ভক্তরা পূজা-অর্চনা করেন। তারা বিভিন্ন মন্ডপ ঘুরে দেখেন এবং আনন্দ প্রকাশ করেন। খুব সকালে পুজা দিতে পেরে বেশ খুশি অমিতাভ রায় অপু। পরিবার-পরিজন নিয়ে সকাল সকাল সুন্দর ভাবে পুজো দিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করে বলেন,এবছর ভালো ভাবেই পুজাদিলোম। সকালে পুজা দিতে পারার আনন্দটাই আলাদা। বিকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে বের হবার কথা জানালেন তিনি। এছাড়া গোপাল চন্দ্র বলেন,শহরের ওয়েস্টার্নপাড়ায় প্রতিবছরের মত এবছর পামাপাশি দুটো মন্ডপে পুজো হচ্ছে। বেশ আনন্দ হবে। কেউ কারো চেয়ে কম যায়না। শহরের প্রতিটি অরিগলির পুজো মন্ডপ গুলো রঙ বে রঙয়ের লাইটে জ্বল জ্বল করছে। আলোক সজ্জা হয়েছে বেশ ভালোই। মঙ্গলবার সপ্তমী পূজা বলে মন্ডপগুলোতে ভিড় আরও বাড়ে। এবার এবছর জেলায় ১১৯টি মন্ডপে শারদীয় দূর্গা পুজাঅনুষ্ঠিত হচ্ছে।

এদিকে মন্ডপগুলোকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা,।পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম বলে পুলিশ সুপার সরকার মোঃ কায়সার এসনটাই জানালেন। যে কোন পরিস্থিতির মোকাবেলায় প্রস্তত রয়েছে প্রশাসন।

LEAVE A REPLY