ভোলার বাণীর আয়োজনে সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
359

ইয়ামিন হোসেন/ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলার বহুল প্রচারিত পত্রিকা ‘দৈনিক ভোলার বাণী’র নতুন এবং পুরাতন সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নবান্ন ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচীর বিষয়গুলো ছিল- প্রশিক্ষণ প্রত্যাশা, উদ্দেশ্য চিহ্নিতকরণ ও প্রাক প্রশিক্ষণ ধারনা যাচাই, সংবাদ কি, সংবাদের উপাদান, সংবাদমূল্য সাক্ষাৎতকার ও সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদ কাঠামো, সাংবাদিকের দায়িত্ব কর্তব্য ও নীতিমালার উপর নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ভোলার সিনিয়র সাংবাদিক, দৈনিক দক্ষিণ প্রান্ত’র সম্পাদক এডভোকেট নজরুল হক অনু। সংবাদ লিখন কাঠামোর উপর প্রশিক্ষণ প্রদান করেন ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সাবেক প্রশিক্ষণ কর্মকর্তা সাহিদা আক্তার সুমনা। এবং ফিচার ও ইলেক্ট্রনিক্স জার্নালিমের উপর নানা বিষয় নিয়ে আলোচনা করেন এডভোকেট নজরুল হক অনু।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ভোলার বাণীর স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম দুলাল, মোঃ হোসাইন রুবেল, ইয়ামিন হোসেন, শাহীন কাদের, মাহে আলম, নজরুল ইসলাম খোকন। রিপোর্টার মাহমুদুল হাসান ফাহাদ, শেখ ফরিদ, সোহাগ হোসেন, মোঃ মামুন, অয়ন চৌধুরী, মোঃ এরশাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাসান ইকবাল। নতুনদের মধ্যে মোঃ জাকির হোসেন, ফাহাদ বিন ফয়েজ, মোঃ রেজোয়ান মাসুদ, মোঃ হাসান শাহজাদা, মোঃ আবু সুফিয়ান পলাশ, মোঃ হাসান তালুকদার, মোঃ মাইনুল ইসলাম, মোঃ জাকির হোসেন ও মোঃ সোহরাব। দৈনিক ভোলার বাণীর আয়োজনে দিনব্যাপ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে সাংবাদিকরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন। আগামীতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এ প্রশিক্ষণ তাদের পাথেয় হবে বলে মনে করছেন তারা। সাংবাদিকদের বুনিয়াদী এ প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকসুদুর রহমান।

LEAVE A REPLY