ভোলায় শেষ মুহুর্তের পশুরহাট,নেই স্বাস্থ্যবিধির বালাই,প্রশাসন চুপ

0
0

মো: আফজাল হোসেন ::  শেষ মুহুর্তের বেচাকেনায় ব্যস্ত ভোলার পশুরহাটে ক্রেতা-বিক্রেতারা। তবে এসব হাটে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই কিংবা প্রানী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকসহ প্রশাসনের ততপরতা নজরে আসেনি তেমন।

জেলা প্রানী সম্পদ কার্যালয় সুত্র মতে,জেলার ৭টি উপজেলায় এবছর ৯৩টি পশুর হাট বসার তথ্য রয়েছে। তবে বাস্তবে তার চেয়ে অনেক বেশি স্থানে পশুরহাট বসেছে এবং নিযমিত বেচাকেনা হচ্ছে এসব হাটে। ২০টি মেডিকেল টিম কাজ করার কথা থাকলেও বহু হাট গুলোতে প্রশাসনের ততপরতা,মেডিকেল টিম তেমন একটা নজরে আসেনি। এছাড়া স্বাস্থ্যবিধি.মাস্ক পড়া,হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার লক্ষ্য করা হচ্ছে না। সেক্ষেত্রে  সামাজিক দুরত্তর প্রশ্নই আসেনা। তবে ভারতের গরু না আসায় এবছর দেশী গরুর গত বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছে মানুষ গরু দেখলেও ক্রয় করছে কম।

এদিকে প্রতি বছরের প্রশাসন,ব্যাংক কর্মকর্তা ও মেডিকেল টিম কাজ করলেও এবছর তাদের দেখা মিলেনি। অন্তত ভোলার ২০টি হাট ঘুরে দেখা যায়নি তাদের।

LEAVE A REPLY