হারুনুর রশিদ শিমুল ভোলা নিউজ ২৪ ডট কম ভোলার লালমোহন উপজেলার কিশোরগঞ্জ গ্রামে একটি মিলাদ অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ জন শিশু অসুস্থ্য হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অসুস্থ্য শিশুদের মধ্যে সবার বয়স ১০ বছরের নিচে।
অসুস্থ্য শিশুরা হলেন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে সোলাইমান (৫), মোঃ সিরাজের ছেলে সিফাত হোসেন (৯) ও মেয়ে তানহা (৪), মোঃ রিয়াজের ছেলে হোসাইন (৩), মোঃ আব্বাস মিয়ার মেয়ে আচিয়া (৪), মোঃ হারুনের ছেলে তানজিম (৫), মোঃ সিদ্দিক উল্লাহর ছেলে তামিম (৯) ও মোঃ মামুনের ছেলে শাহরুখ (৯) এর নাম পাওয়া গেলেও প্রাথমিক পর্যায়ে বাকীদের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের মনপুরা বাড়ির মোঃ সিরাজ মিয়ার ছেলে মোঃ সুজন শুক্রবার (১৬ জুলাই ) একটি অটোরিক্স কিনের। তাই শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের বাড়ি মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন তারা। ওই অনুষ্ঠানে শিশুসহ সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। পরে সবাই তাদের বাড়ি চলে যায়। এরপর সন্ধ্যার দিকে একে একে ১০ জন শিশুর বর্মি ও পেটে ব্যাথা শুরু হলে শিশুদের পরিবারের সদস্যরা তাদের রাতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সরোওয়ার্দী জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৯ টার দিকে একে একে ১০ জন শিশু পেটে ব্যাথা ও বর্মির সমস্যা নিয়ে ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনও লিখিত অভিযোগ করেনি।