বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলে ভর্তি কার্যক্রম শুরু

0
488

বোরহানউদ্দিন প্রতিনিধি/ভোলা নিউজ ২৪ডট নেট:
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ভিশন ২০২১, এসডিজি, ভিশন ২০৪১ ও ড্রিম স্কুল ধারনা এর সফল বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের দক্ষ, আর্দশ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন এর উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস)। ইতিমধ্যে এ স্কুলের ভর্তি ফরম বিতরণী কার্যক্রম শুরু হয়েছে। এ স্কুল সারাদিনের স্কুল, প্রাইভেট ও কোচিং ছাড়াই অংশগ্রহণ মূলক গ্রুপ স্টাডির মাধ্যমে ক্লাসের পাঠ প্রস্তু, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা, উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান এবং ডাক্তার/ইঞ্জিনিয়ার/সরকারী কর্মকর্তা দ্বারা বিশেষ পাঠদানের ব্যবস্থা, পর্যায়ক্রমে ১০০% আবাসিক ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষার্থী ডায়েরী ব্যবস্থাপনা, নিয়মিত এ্যাসেম্বলির আয়োজন, স্কুল নির্ধারিত ইউনিফর্মের ব্যবহার, মিড ডে মিল কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম থাকবে। এছাড়াও এ স্কুলে থাকছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, পাঠদানে ডিজিটাল কন্টেন্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, প্রতিটি ক্লাসরুমে সি.সি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ, আধুনিক কম্পিউটার ল্যাব, বায়োমেট্রিক এটেডেন্স সিস্টেম, ডিজিটাল স্কুল ঘন্টা, বিদ্যালয়ের নিজস্ব ডায়নামিক ওয়েব সাইট, অনলাইন ভর্তির আবেদনের সুবিধাও থাকছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস জানান, একটি জাতিকে এগিয়ে নিতে সু- শিক্ষার বিকল্প নেই। তাই দক্ষ শিক্ষক মন্ডলি দ্বারা উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থীদের কে আধুনিক মানের শিক্ষা দিয়ে ভালো ফলাফলের পাশাপাশি সুদক্ষ হিসাবে গড়ে তোলা হবে। তিনি আশা করেন এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ৩০ জনের মত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে। সে লক্ষ্যেই কাজ করবে এ প্রতিষ্ঠান।

LEAVE A REPLY