বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অনুষ্ঠিত

0
398

বোরহানউদ্দিন প্রতিনিধি: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গী, জুয়া এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন ফাজিল(বি,এ) মাদরাসায় বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অনুষ্ঠিত হয়েছে।

১৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা আল-আমিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলা প্রভাষক গিয়াসউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার শিকদার। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি জসিমউদ্দিন হাওলাদার, থানার উপ-পরিদর্শক(এসআই) আজিজুল ইসলাম। এবিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) অসিম কুমার সিকদার বলেন, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং হচ্ছে সমাজবিরোধী , রাষ্ট্রবিরোধী কাজ থেকে শিক্ষার্থীরা দুরে থাকার এবং এসব কাজ দমনে প্রশাসনকে সহযোগীতা করার একটি মাধ্যম। আমরা নিয়মিতই কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং আমরা বোরহানউদ্দিনের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কমিউনিটি পুলিশিংএর বিষয়ে প্রশিক্ষন দেয়ার চেষ্ঠা করছি।

LEAVE A REPLY