ভোলা নিউজ২৪ডটকম।।মৎস্য আহরণের পাশাপাশি চাষের মাছের ক্ষেত্রেও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে জীবন- মান সমৃদ্ধি উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সম্প্রসারণ কর্মীদেরকে মাছ চাষে আরো দক্ষ করে গড়ে তুলতে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ” উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) প্রশিক্ষণের আয়োজন করেন।
এতে উপজেলার মোট ২০ জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ। মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন প্রমূখ।
প্রশিক্ষণে অতিথি বক্তা উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুর রহমান বলেন,”ভোলায় বিদ্যমান জলাশয়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভোলা ইলিশের পাশাপাশি চাষের মাছেও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, পাশাপাশি আর্থিকভাবেও চাষীরা লাভজনক হতে পারবে। চাষের মাছ উৎপাদন বাড়িয়ে তা বাইরে রপ্তানিও করা সম্ভব।