তজুমদ্দিনে প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাক্সিনেটরদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
12

তজুমদ্দিন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম॥
ভোলার তজুমদ্দিনে পিপিআর রোগ নির্মূলে এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক নিয়োগকৃত ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সাইফুল আজম ও প্রানিসম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা ডা. মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ। বিশ্ব প্রাণিসম্পদ স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা মোতাবেক সরকার আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে ছাগলের পিপিআর রোগ নির্মূল করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সেলক্ষে দেশের সকল ইউনিয়নে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর নিয়োগ প্রদান করেন।

LEAVE A REPLY