ভোলা নিউজ ২৪ ডটনেট।। কিছুক্ষণের মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ষষ্ঠ আসরের। বিশ্বের নামি-দামি অনেক ক্রিকেটারকে বিপিএলে অন্তর্ভুক্ত করার পর এবার টুর্নামেন্টকে দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে কোনো চেষ্টাই যেন বাদ রাখছে না বিপিএল গভর্নিং বডি।
বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ শুরু বেলা সাড়ে ১২ টায়। মাঠে তারকাদের ঝলমলে উপস্থিতির পাশাপাশি এবার প্রথমবারের মতো বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম- ডিআরএস। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনো আপত্তি থাকলে রিভিউ নিতে পারবে যাদের বিপক্ষে সিদ্ধান্ত গিয়েছে।
তবে শুধু ডিআরএস নয়, সবচেয়ে বড় চমক হিসেবে মাঠে দেখা যাবে মানববিহীন ‘ড্রোন’ এবং স্পাইডার ক্যামেরা। পুরো ম্যাচ জুড়েই মাঠে উড়তে দেখা যাবে ড্রোন। তবে স্পাইডার ক্যামেরার দেখা মিলবে দ্বিতীয় পর্বে।
প্রচার-প্রচারণায় নতুনত্ব আনার পাশাপাশি আগের আসরগুলোতে বাজে ক্যামেরার অপবাদ দূর করতে এবার ভালোমানের ক্যামেরার সঙ্গে বেড়েছে, ক্যামেরা সংখ্যাও। আগের আসরে ২৬টি ক্যামেরা দিয়ে ম্যাচ কাভার দেয়া হলেও এবার ৩০টিরও অধিক ক্যামেরা থাকবে মাঠের চারদিকে।
তারকা খেলোয়াড় আনা কিংবা আয়োজনে নতুনত্ব- বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের আসর যে আগের যেকোনোবারকে সহজেই পেছনে ফেলে দেবে তা এক প্রকার নিশ্চিত।













