উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো!

0
335

ভোলা নিউজ ২৪ ডটনেট।। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। পণ্ডিতরা এমন কথাই বলেন। কিন্তু বিপিএলের শুরুতে তা আর দেখা গেল কোথায়! আজ প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে রংপুর রাইডার্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে রংপুরের স্কোর ৫ উইকেটে ২৯।

ক্রিস গেইলের অনুপস্থিতিতে রংপুরের হয়ে ওপেন করতে নেমেছিলেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস। দ্বিতীয় ওভারেই ৪ রান তুলতে ২ উইকেট হারায় রংপুর। হেলস ও মোহাম্মদ মিঠুনকে তুলে নেন চিটাগংয়ের পেসার রবি ফ্রাইলিঙ্ক। দুজনেই কোনো রান না করে ফিরেছেন। পরের ওভারে আবু জায়েদ রাইলি রুশোকে তুলে নিলে ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মাশরাফি বিন মুর্তজার দল। অন্য প্রান্তে মেহেদী মারুফও টিকতে পারেননি। ফ্লিক করতে গিয়ে উইকেট দিয়েছেন ফ্রাইলিঙ্ককে।

সপ্তম ওভারে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে তুলে নেন স্পিনার নাঈম হাসান। ইনিংসের প্রথম ২০ বলের মধ্যে ৪ উইকেট হারানোর পর হাওয়েলের ফিরে যাওয়ায় সংকট গভীর হয়েছে রংপুরের। ফরহাদ রেজা ও রবি বোপারা মিলে আপাতত দলের ইনিংস মেরামতের চেষ্টা করছেন।

LEAVE A REPLY