বিদ্যুতের আলোয় আলোকিত তজুমদ্দিনের বিচ্ছিন্ন চরাঞ্চল

0
0
তজুমদ্দিন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।।
মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে তজুমদ্দিন উপজেলার মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন দূর্গম চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের বিদ্যুতের আলো পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় চরাঞ্চলের বাসিন্দারা কৃষি, শিক্ষা, ব্যবসা বাণিজ্যসহ সবক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে বলে আশা করছেন চরবাসীসহ সংশ্লিষ্টরা। স্বপ্নের এ বিদ্যুৎ চরাঞ্চলবাসীর মধ্যে যেন ভিন্ন এক আনন্দ দিয়েছে।
ভোলা পল্লী বিদুৎ সমিতির আয়োজনে বুধবার দুপুরে চর মোজ্জাম্মেলের শাওন বাজারে বিদ্যুতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার যে অঙ্গিকার তা বাস্তবায়নের অংশ হিসেবে মেঘনা বেষ্টিত চরাঞ্চলকেও বিদ্যুতের আলোয় আলোকিত
করা হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে চরবাসীর শিক্ষা-যোগাযোগসহ জীবনমানের আরও উন্নয়ন করা হবে।
ভোলা পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন জানান, তজুমদ্দিন চৌমহনী ঘাট সংলগ্ন বালিয়াকান্দি রাস্তার মাথা থেকে চর লাদেন পর্যন্ত মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৮ কি: মি: দৈর্ঘ্য, ৪
টি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর মোজাম্মেল, চর শাওন, চর জহিরউদ্দিনসহ ৫টি চরে ৩২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে। বর্তমানে ১ হাজার ৭ শ ৩৫ জনকে সংযোগ দেওয়া হলেও পর্যাক্রমে ৮ হাজার ৬ শ জন বৈদ্যুতিক সুবিধার আওতায় আনা হবে।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের
সহকারী জেনারেল ম্যানেজার মো. ইয়াসিন মাহমুদ, ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ কিরণ, আবু তাহের মিয়া, মো. রাসেল মিয়া, মো. নূরনবী সিকদার প্রমুখ।
এদিকে দীর্ঘ বছরের প্রতিক্ষার পর বিদ্যুৎ পেয়ে খুশি এসব চরের বাসিন্দারা। চরে বসবাসকারী নিজাম মাল ও মনির হোসেন বলেন, চরে ১০ বছর হয়েছে বসবাস করছি। আমরা কখনও ভাবতে পারিনি আমাদের
চরে বিদ্যুৎ আসবে। ফ্যানের বাতাস খামু, বিদ্যুতের আলো আমাদের ঘরে আসবে এটা ছিল আমাদের স্বপ্ন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শাওনের কল্যাণে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

LEAVE A REPLY