ভোলা নিউজ ২৪ ডট কম।।আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।
মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের হাইকমিশন এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় যুক্তরাজ্যের হাইকমিশন উল্লেখ করেছে, ১০ ডিসেম্বরে রাজনৈতিক সমাবেশের ফলে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহিংস সংঘর্ষ হতে পারে। ঢাকায় ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশে আশঙ্কা করা হচ্ছে – শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে সম্ভাব্য ব্যাঘাত ঘটবে। সে কারণে ১০ ডিসেম্বরের আগে ও পরের দিনগুলিতে সমাবেশ ঘিরে ব্রিটিশ নাগরিকদের জমায়েত এড়াতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। তবে কোথায় সমাবেশ হবে, তা এখনো নির্ধারিত হয়নি। স্থান নিয়ে পুলিশ ও বিএনপির নেতাদের আলোচনা চলছে।