ভোলায় র্ডপ আয়োজিত কোচিংঅব সিএসওএন অন বাজেট ট্রাকিং সেমিনার

0
384

ইয়াছিনুল ঈমন:ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলায় বৃহস্পতিবার স্থানীয় স্টার গার্ডেন হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ আায়োযিত কোচিং অফ সিএসওএস অন বাজেট ট্রাকিং বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী অর্থ বছরে ইউনিয়ন পরিষদের বাজেট প্রনয়ন বিষয় তুলে ধরা হয়। ওর্য়াড সভা থেকে শুরূ করে উন্মুক্ত বাজেট সভা পর্যন্ত প্রকিৃয়া অলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিল পানি ব্যবস্থাপানা নাগরিক কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
ওই সেমিনারে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সামাজিক ম্যাপ ( জরিপ) তৈরী করার বিষয় তুলে ধরেন ডরপ সমন্বয়কারী তরুন কান্তি দাশ । ওই ওয়ার্ডে ৩৭৯ টি খানা অর্থাৎ পরিবার রয়েছে। ওই সব পরিবারে টয়লেট আছে কিন্তু কোন স্বাস্থ্য সম্মত টয়লেট নেই । এসব ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে উদ্যোগ নেয়ার প্রস্তাব করা হয়েছে। গ্রামের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন সেমিনারে অংশ নেয়া ওই এলাকার বেদে কহিনুর বেগম , ধাত্রী গোলাপজান , এনজিও কর্মী হাসিনা বেগম, প্রধান শিক্ষক নুরুর নাহার, গ্রাম্য ডাক্তার জসিম উদ্দিন, বেদে সোহরাব হোসেন মসজিদের ঈমাম আব্দুস সাত্তার । ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির ও তাজল ইসলাম এটি বাস্তব চিত্র উল্লেখ করে স্বাস্থ্য সম্মত লেট্রিন করার বিষয়ে উপজেলা পরিষদের সহযোগিতা চান। ওই সেমিনারে উপস্থিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন জানান, এর জন্য গ্রামের মানুষকে সচেতন করতে হবে। লেট্রিন সংস্কারের উদ্যোগ নেয়া যেতে পারে। একই বিষয় উল্লেখ করে নাগরিক কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক এমএ তাহেরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুলামিন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা চিনু বক্তব্য রাখেন। এ সময় খাবার পানি সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট সুবিধা বাড়ানোসহ ইউনিয়ন পরিষদের বাজেট তৈরীর বিষয় নিয়েও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
ভোলায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় স্টার গার্ডেন হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ আায়োযিত কোচিং অফ সিএসওএস অন বাজেট ট্রাকিং বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী অর্থ বছরে ইউনিয়ন পরিষদের বাজেট প্রনয়ন বিষয় তুলে ধরা হয়। ওর্য়াড সভা থেকে শুরূ করে উন্মুক্ত বাজেট সভা পর্যন্ত প্রকিৃয়া অলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিল পানি ব্যবস্থাপানা নাগরিক কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
ওই সেমিনারে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সামাজিক ম্যাপ ( জরিপ) তৈরী করার বিষয় তুলে ধরেন ডরপ সমন্বয়কারী তরুন কান্তি দাশ । ওই ওয়ার্ডে ৩৭৯ টি খানা অর্থাৎ পরিবার রয়েছে। ওই সব পরিবারে টয়লেট আছে কিন্তু কোন স্বাস্থ্য সম্মত টয়লেট নেই । এসব ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে উদ্যোগ নেয়ার প্রস্তাব করা হয়েছে। গ্রামের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন সেমিনারে অংশ নেয়া ওই এলাকার বেদে কহিনুর বেগম , ধাত্রী গোলাপজান , এনজিও কর্মী হাসিনা বেগম, প্রধান শিক্ষক নুরুর নাহার, গ্রাম্য ডাক্তার জসিম উদ্দিন, বেদে সোহরাব হোসেন মসজিদের ঈমাম আব্দুস সাত্তার । ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির ও তাজল ইসলাম এটি বাস্তব চিত্র উল্লেখ করে স্বাস্থ্য সম্মত লেট্রিন করার বিষয়ে উপজেলা পরিষদের সহযোগিতা চান। ওই সেমিনারে উপস্থিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন জানান, এর জন্য গ্রামের মানুষকে সচেতন করতে হবে। লেট্রিন সংস্কারের উদ্যোগ নেয়া যেতে পারে। একই বিষয় উল্লেখ করে নাগরিক কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক এমএ তাহেরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুলামিন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা চিনু বক্তব্য রাখেন। এ সময় খাবার পানি সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট সুবিধা বাড়ানোসহ ইউনিয়ন পরিষদের বাজেট তৈরীর বিষয় নিয়েও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

LEAVE A REPLY