আর দু’দিন পরই ভারতের দখলকৃত জম্মুকাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের দুইবছর :: কাশ্মীরের স্বর্গ এখন নরক

0
12
কাশ্মির, Kashmir, bd newspaper, www.dailynayadiganta.com
৫আগস্ট, অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারত কর্তৃক আরোপিত কারফিউ দুই বছর পূর্ণ হচ্ছে।  দুর্বিষহ জীবনযাপন করছে কাশ্মীরিরিরা।তাদের কাছে ৫আগষ্টের পর ভুস্বর্গ যেনো নরকে পরিনত হয়েছে।এমন পরিস্থিতি তারা ৪৭এর পরও দেখেনি।কারাগারে মধ্যেই যেনো তাদের বসবাস।ঘর থেকে বের হলে রাস্তায় রাস্তায় নিরাপত্তাবাহিনী জেরা।
বিরক্তিকর হল, করোনা মহামারী অধিকৃত উপত্যকায় মানুষের জন্য সমস্যা সৃষ্টি করেছে, অন্যদিকে, ভারত সরকার কার্যত পুরো এলাকাটিকে কারাগারে পরিণত করেছে।
সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হলে মোদী সরকার ৫ আগস্ট, ২০১৯-এ কারফিউ জারি করে।  ভারত আশঙ্কা করেছিল যে, কাশ্মীরের জনগণ সংবিধান সংশোধন করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদায় পরিবর্তন গ্রহণ করবে না এবং এ বিষয়ে একটি ধারাবাহিক প্রতিবাদ শুরু হবে, যা দখলদার ভারতীয় সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হবে, যে কারণে এটি কোনোভাবেই নয়  আশঙ্কা, পুরো দখলকৃত উপত্যকায় কারফিউ জারি করা হয়েছিল।ছবি সংগ্রহীত
 অধিকৃত অঞ্চলে ভারতের সৃষ্ট মানব ট্র্যাজেডি বিশ্বের চোখের আড়াল নয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন নিন্দা আসছে।  সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সঙ্গে এবং বৈদেশিক বিষয় ও নিরাপত্তা বিষয়ক ইইউ উচ্চ প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন।  কমিশন জোসেপ বোরেলকে একটি চিঠি পাঠিয়েছে ভারতীয় অবৈধ অধিকৃত জম্মু ও কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কাস্টিলো সামাজিক যোগাযোগ সাইট টুইটারে তার পোস্টটি শেয়ার করে বলেছে যে ইউরোপীয় ইউনিয়ন পিছপা হবে না।  চিঠিতে অধিকৃত অঞ্চলগুলিতে চলমান নিপীড়ন নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।  আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মীর ইস্যু তুলে ধরার জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।
 পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী চিঠিটি স্বাগত জানিয়ে বলেছেন, এটি ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং মানব ট্র্যাজেডির বিশ্বব্যাপী নিন্দার বহিপ্রকাশ।  এই পোস্টে পাকিস্তানের স্বাগত একটি যুগান্তকারী।  এটি একটি সত্য যে, অধিকৃত অঞ্চলে নিপীড়িত কাশ্মীরিদের দুর্দশার উপর ভিত্তি করে, আন্তর্জাতিক সম্প্রদায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে এবং বিভিন্ন সময়ে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে দৃড় অবস্থান নিয়েছে, কোন বড় পক্ষের দ্বারা কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি  জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরাম, এই অমানবিক ট্র্যাজেডির অবসান ঘটাতে এবং নিপীড়িত কাশ্মীরি মানুষকে জাতিসংঘের প্রস্তাবের অধীনে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে।
কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার বিষয়টি জাতিসংঘের কর্মসূচির সবচেয়ে পুরনো বিতর্ক।  কাশ্মীর নিয়ে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে এবং এই সমস্যাটি গত পঞ্চাশ বছরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বহুবার আলোচনা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান পাওয়া যায়নি।  পাকিস্তান তার যথাসাধ্য চেষ্টা করছে তার স্পষ্ট উদাহরণ জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম, কাশ্মীর বিষয়ক জাতিসংঘের কনভেনশনের একটি ওয়েবিনারে ভাষণ দেওয়ার সময় এই বছর জানুয়ারিতে বলেছিলেন, “কাশ্মীর পাকিস্তান এবং ভারতের মধ্যে আঞ্চলিক সীমানা নয়  একটি আঞ্চলিক বিরোধ কাশ্মীরি জনগণ এবং তাদের আত্মার সাথে সম্পর্কিত একটি সমস্যা।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যা সমাধানের জন্য কিছু করতে চান এবং কাশ্মীরি জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে চান; তিনি বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রতিনিধিদের একত্রিত করার জন্য এবং তাদের অধিকৃতদের কাছে যেতে বলার সর্বোচ্চ চেষ্টা করছেন।  গত দুই বছর ধরে যে কারফিউ চলছে তাতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করছে যে লক্ষ লক্ষ কাশ্মীরি ভারতের অবৈধ দখলে তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।
জীবন আহমেদ সরকার
বিশিস্ট সাংবাদিক ও কলামিস্ট

LEAVE A REPLY