একই দিনে গ্রামের ৮০০ মানুষের জন্মদিন

0
398

ভোলা নিউজ ২৪ ডটনেট ডেস্কঃ  এমন একটি গ্রাম যে গ্রামের ৮০০ জনেরও বেশি বাসিন্দার জন্মদিনই ১ জানুয়ারি। রেশন কার্ড অনুযায়ী, এদের জন্মতারিখ একই তারিখে।

এ ঘটনাটি ঘটেছে ভারতের হরিদ্বারের এক প্রত্যন্ত গ্রামে।

গ্রামবাসীরা দাবি করেছেন, এই সমস্ত বাসিন্দাদের ভোটার কার্ড এবং রেশন কার্ডের দায়িত্বভার থাকে বেসরকারি সংস্থার ওপর। তাদের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছিল রেশন কার্ড তৈরিরও।

একই সঙ্গে ওই গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তাদেরকে বলা হয়েছিল প্রত্যেকের রেশন কার্ডে আলাদা আলাদা একটি ১২ ডিজিটের নম্বর দেওয়া থাকবে। কিন্তু ওই ইউনিক আইডেনটিফিকেশন নম্বর আসার বদলে তাদের জন্মদিনই এক করে দিল রেশন কার্ড।

এ ব্যাপারে হরিদ্বারের সাব-ডিভিশনাল ম্যাজেস্ট্রেট (ঝউগ) জানিয়েছেন, এই বিষয়টি সম্পর্কে কোনো তথ্যই তাদের কাছে ছিল না। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পরই বিষয়টি সম্পর্কে তারা জানতে পারে। মনে করা হচ্ছে, প্রযুক্তিগত গোলোযোগের কারণেই এই সমস্যা হয়েছে।

তবে সমগ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিযেছেন এসডিএম।

LEAVE A REPLY