ফনী ক্ষতিগ্রস্তদের তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে নগত অর্থ প্রদান

0
330

ভোলায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা আওয়ামী লীগ।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এ সময় নিহত পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়।

বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউপির কোড়ালিয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে এ অর্থ তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বাবু গৌরঙ্গ চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান ইফতালুল হাসান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY