ভোলায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা আওয়ামী লীগ।
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এ সময় নিহত পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়।
বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউপির কোড়ালিয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে এ অর্থ তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বাবু গৌরঙ্গ চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান ইফতালুল হাসান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।