মাইনুদ্দিন হাওলাদার, দুলারহাট ঃ “পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে দুলারহাট থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে দুলার হাট বাজারে শ্রমিকদেরকে নিয়ে মাদক জুয়া,বাল্যবিবাহ ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার ও জংগীবাদ বিরোধী আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দুলারহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান পাটওয়ারী বলেন, মাদক,জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ এগুলো
সমাজের ভয়াবহ ব্যাধি। তিনি এসকল সমস্যা দূরকরনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।তিনি আরো বলেন, কোথাও কোন ঘটনা শুনলে আগে অভিযোগ তার পরে পুলিশ প্রেরন সেই অপেক্ষা আমি করি না আমি বলি আগে ঘটনাস্থলে যান তার পর প্রয়োজনে সেখান থেকে অভিযোগ নিয়ে আসেন যাতে দ্রুত পুলিশি সেবা জনগনে পান। এছাড়া বিশেষ অতিথির বক্তৃতায় দুলারহাট থানা প্রেসক্লাবের সভাপতি ও নুরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক জুয়া ইভটিজিং,বাল্যবিবাহ নিয়ে
আমার কাছে আসবেন না আসলে উপকার তো করবো না উল্টো আপনাকে ধরিয়ে দেওয়া হবে।বক্তা বলেন,কিছুদিন আগে আমি আমার বড় ভাইর ছেলেকে মাদকের সাথে জরিত হওয়ার কারনে পুলিশে ধরিয়ে দিয়েছি যেটা আপনারা সবাই অবগত। সমাজকে মাদকতা ও ইভটিজিং মুক্ত করতে পুলিশের জিরো টলারেন্সের সাথে আমিও একাত্মতা পোষণ করছি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত এস আই মোঃ শাহজালাল ও এস আই মোঃ সিদ্দিকুর রহমান বক্তৃতা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন নুরাবাদ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল বাশার বাসু মিয়া।