ভোলার লালমোহনে কাল বৈশাখী ঘুর্নিঝড়ে স্কুলের আধাপাকা টিনের ঘর ভেঙে ৬ শিক্ষার্থী আহত

0
722

গোপাল চন্দ্র দে,ভোলা নিউজ ২৪ ডটনেট :॥ভোলার লালমোহনে কাল বৈশাখী ঘুর্নিঝড়ে স্কুলের আধাপাকা টিনের ঘর ভেঙে পরে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। একজনের আবস্থা আশঙ্কা জনক।
আজ ১৭ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে কাল বৈশাখী ঘুর্নিঝড়ের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। দুপুরে বিরতি চলাকালীন স্কুলের ২০১৫ সালে জেলা পরিষদ অর্থায়নে ভোলার আপন ঠিকাদার কৃর্তক তৈরীকৃত স্কুলের আধাপাকা টিনের ঘরটি ভেঙে পরে এ ঘটনা ঘটে। এসময় স্কুলের ৬ শিক্ষার্থী আহত হয়।আহতরা হলেন ৬ষ্ঠ শ্রেনীর মিথিলা মজুমদার, ৮ম শ্রেনীর যুগল চন্দ্র দে,৯ম শ্রেনীর ইমরান,মাহাদী,১০ম শ্রেনীর আবদুল্লাহ,নাইমুন। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যুগল চন্দ্র’র আবস্থা আশঙ্কা জনক।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল।
কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আফসার উদ্দিন জানান, দুপুরে স্কুলের বিরতির চলাকালীন সময়ে কাল বৈশাখী ঝড়ের প্রভাবে স্কুলের ২০১৫ সালে নির্মিত আধাপাকা ঘরটি ভেঙে পরে। এতে করেক্লাস রুমে থাকা ৬ শিক্ষার্থী আহত হয়েছে।

 

LEAVE A REPLY