তজুমদ্দিনের প্রশাসনের অভিযানে ট্রলার ও জাল আটক

0
1134

হেলাল উদ্দিন লিটন,তজুমদ্দিন প্রতিনিধি ।। ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় প্রশাসন অভিযান চালিয়ে ট্রলার, কারেন্ট জাল ও বেহুন্দি জাল আটক করে। আটককৃত ট্রলার প্রশাসনের হেফাজতে রেখে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গতকাল ৯ মার্চ শুক্রবার সকাল থেকে প্রতিদিনের ন্যায় উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীনের নেতৃত্বে মৎস্য প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গুরিন্দা বাজার সংলগ্ন মেঘনায় দুপুর ২টার দিকে জাল ও নৌকা দেখতে পায় অভিযানকারী দল। পরে সেখান থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত দু’টি ট্রলার, এক হাজার মিটার কারেন্ট জাল ও দুইটি বেহুন্দি জাল আটক করেন। আটককৃত জাল উপজেলা শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং ট্রলার ২টি প্রশাসনের হেফাজতে রাখা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সামিউল পিও, তজুমদ্দিন থানার এস.আই আমিনুল ইসলামসহ পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যরা। অভিযানকালে কোন জেলেকে আটক করতে পারেনি প্রশাসন।

LEAVE A REPLY