নির্বাচনে বিদেশি শক্তি হস্তক্ষেপ করবে না: কাদের

0
434

ভোলা নিউজ ২৪ ডট নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো শক্তি হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তিনি বলেন, পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আমাদের দেশের রাজনীতি নিয়ে আমাদের জনগণই সিদ্ধান্ত নেবে। কোনো বিদেশি শক্তি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে, এটা আশা করি না।

মঙ্গলবার ভারত সফর শেষে বিকেলে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে। কিন্তু নির্বাচনে হস্তক্ষেপ করবে তা আমরা আশা করি না। আর ভারত অতীতেও আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করনি, এবারও করবে না। ভারতের অনেক নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘নিজ দেশের স্বার্থে আমরা যে কোনো দেশের সাথে সুসম্পর্ক করতে পারি। আমাদেরকে বিজেপি আমন্ত্রণ জানিয়েছে। আমরা কি সেখানে খেতে গেছি নাকি? ওখানে কি আমরা বেড়াতে গেছি? আনন্দ-উল্লাস করতে গেছি? আমরা ভারতের নেতাদের সঙ্গে সিরিয়াসলি আলাপ আলোচনা করেছি। আমরা দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত জানাব। সফরের কোনো বিষয়ই হাইড করা হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের রোলিং পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছি। সেখানে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে। আমরা সব ইস্যুগুলোর ওপর কথা বলেছি। সেগুলোর মধ্যে সীমান্ত চুক্তির জন্য আমার ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছে তারা। এই দুজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আমরা আশা করি তিস্তা চুক্তিও হবে। আমাদের পানির জন্য যে হাহাকার আছে তা উপস্থাপন করেছি। এই চুক্তি হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে।’

কাদের বলেন, ‘আমরা দু-একদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন করব। কারণ তথ্য যদি না দেই তাহলে এটা শুভ নয়। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। আমরা সফর সংক্রান্ত কিছু গোপন করতে চাই না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব কিছু প্রকাশ করব। যেন কোনো গুজব না ছড়ায়।’

তিনি বলেন, ‘ভারতের সংবাদিকরাও অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমরা কিছুই বলতে চাইনি। আমাদের ইচ্ছে ছিল দেশে গিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সব কিছু বলব।’

এসময় তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাকে ওবায়দুল কাদের বলেন, ‘গত তিনদিন আমি দেশের বাইরে ছিলাম। তাই ভালো করে না জেনে এখনই কিছু বলতে পারবো না। আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন।’

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজ যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওবায়দুল কাদের এর নেতৃত্বাধীন ১৯ সদস্যের প্রতিনিধিদল বহনকারী বিমান। প্রতিনিধি দলে ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী পিযুষ কান্তি ভট্টাচার্য , যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক মোঃ আব্দুস সোবহান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড শামীম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির রাব্বানী এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড রোকেয়া সুলতানা।

LEAVE A REPLY