নানা আয়োজনে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
311

স্টাফ রিপোর্টার।। ভোলায় কেক কেটে, ফিতা কেটে ও আবিস্কৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনসহ নানা আয়োজনে মঙ্গলবার ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের সভাপতি অমিতাভ অপু’র সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করার পাশপাশি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন সহ আরো অনেকে।
মেলায় এক ঝাক ক্ষুদে বিজ্ঞানী তাদের আবিস্কৃত প্রোজেক্ট প্রদর্শন করে। ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ ১৯৮৩ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠা করা হয়ে ছিল। ওই থেকে জেলার একমাত্র বিজ্ঞান ক্লাব হিসেবে দীর্ঘ ৩৬ বছর বিজ্ঞানের নানা বিষয়ে গবেষনার পাশপাশি শিশু কিশোরদের বিজ্ঞানমুখি করতে কাজ করে যাচ্ছে সংগনটি। এদিকে মঙ্গলবার ভোলা সদর উপজেলা চত্বরে শুরু হয়েছে দুই দিনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। মেলায়  ১০াট প্রতিষ্ঠান অংশ নেয়। এ ছাড়া বিজ্ঞান অলিম্পয়াডে অংশ নেয় শতাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা।

LEAVE A REPLY