ভোলা নিউজ২৪ডটকম॥হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) ভোলার দৌলতখান উপজেলার হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম নাগর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের এমডি সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুল মালেক, সুখদেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের রতন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম শিপু, চরপাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউদ্দিন হাওলাদার ও মোঃ হুমায়ুন কবির সেলিম। অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী জারিন সুবহা চৌধুরী, আকলিমা বেগম, জেসমিন বেগম, ইশরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি নিজাম উদ্দিন আহমেদ বলেন, সুন্দর জীবন গড়ে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা হলো জাতির মেরুদ-, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পাড়ে না। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, পরিবারের ও দেশের উন্নয়নে কাজ করবে। সে জন্য তোমাদেরকে বেশি বেশি পড়ালেখা করতে হবে। বর্তমানে সমাজে মাদক, ইভটিজিং, মোবাইল ফোনে ছেলেরা আসক্ত হয়ে পড়েছে। তোমাদেরকে এসব থেকে বিরত থাকতে হবে। একদিন এই দেশের নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। সে জন্য এখন থেকেই নিজেকে সেভাবে তৈরি করো। এসময় শিক্ষক, অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।