দৌলতখানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ

0
55

ভোলা নিউজ২৪ডটকম।। দৌলতখানে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা , দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে স্মরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোক দিবসের প্রথম প্রহরে দৌলতখান শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এই অনুষ্ঠামালার উদ্বোধন করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলা অডিটোরিয়ামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে বর্বরোচিত ভাবে হত্যা করা হয়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্মরণ সভা শেষে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপুসহ আওয়ামীগের নেতা কর্মীরা।

LEAVE A REPLY