ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার দৌলতখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
আক্রান্ত ওই শিক্ষককে বর্তমানে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ওই শিক্ষক দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে দৌলতখান হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার পিয়াস কান্তি সাহা জানান, ১৫ জুন জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা অনুভাব করলে ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে ঢাকার রোগত্ব ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) এ পাঠায়।গত বৃহস্পতিবার রাতে তার করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।
তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশন করা হয়েছে। তার পরিবারের ৪ সদস্যের নমুনা সংগ্রহ করে, পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বাড়ির বাইরে যেতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।