নারীদের হাতে স্মার্ট ফোন বিতরণ করলেন এমপি শাওন

0
598

মোঃ আব্দুস সাত্তার, লালমোহন : ভোলার লালমোহনে তথ্য প্রযুক্তির সাথে নারীদের যুক্ত করতে স্মার্ট ফোন বিতরণ করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সন্ধ্যায় লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম” এ ভোলা-৩ দ্বীপবন্ধু মহিলা সাইবার ফোরামের সদস্যদের মাঝে ২৭ টি স্মার্ট ফোন বিতরণ করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর মেধাদিয়ে বাংলাদেশ আজ ইন্টারনেটের আওতায় এসেছে। এদেশের গ্রাম-গঞ্জে ঘরে ঘরে ছেলে মেয়েরা ইন্টারনেট ব্যবহার করছে।
তিনি বলেন, এদেশে একদিন ইন্টারনেটের মাধ্যমে সবকিছু হবে। তখন খাতা-কলমের মূল্য থাকবে না। নূরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে লালমোহন ও তজুমদ্দিনের মহিলাদেরকে ইন্টানেট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইন্টারনেট ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হবে।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, লালমোহন ও তজুমদ্দিনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীদেরকে ইন্টারনেট ব্যবহারসহ সকল ধরণের সুবিধার আওতায় আনা হবে। যাতে পুরুষের পাশা-পাশি নারীরাও ঘরে বসে কাজ করতে পারে।
নূরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের পরিচালক নজরুল ইসলাম শুভ রাজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ জুলফিকার মিয়া, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাংবাদিক ফোরামের সভাপতি এনামূল হক রিংকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির বিশ্বাস সাধারণ সম্পাদক জসিম ফরাজী, পৌরসভা মহিলালীগের সাংগঠনিক পারভীন আক্তার, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমূখ।

LEAVE A REPLY