তজুমদ্দিন পুলিশের তৎপরতায় লালমোহন থেকে চোরাই মটর সাইকেলসহ একজন আটক ॥

0
658

হেলাল উদ্দিন লিটন,তজুমদ্দিন: ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলার তজুমদ্দিন থানা পুলিশ ব্যাপক তৎপরতা চোরাই মটরসাইলেকসহ একজনকে আটক করেছে। লালমোহন থেকে চোরসহ আটকের পর তজুমদ্দিন থানায় নিয়ে আসে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, তজুমদ্দিনে হোন্ডা চালক নুরনবীর কাছ থেকে চালনা শিখার নাম করে হোন্ডা নিয়ে পালিয়ে যায় লালমোহন উপজেলার গজারিয়া মধ্য বাজার ৬নং ওয়ার্ডের মাওঃ মোঃ সফিউল্যাহর ছেলে মোঃ রিয়াজ মাহমুদ। গত ২০ ডিসেম্বর রিয়াজ তজুমদ্দিনে এসে বসুন্ধরা আবাসিক হোটেলে অবস্থান নেন। সে পরিচয় গোপন করে নিজেকে এনজিও আশার কর্মি পরিচয় দিয়ে হোন্ডা চালক নুরনবী সাথে কৌশলে সম্পর্ক তৈরী করে। পরে ২ দিন শেখার পর ২৩ ডিসেম্বর হোন্ডা চালিয়ে রিয়াজ পালিয়ে যায়। এরপর বিষয়টি নুরনবী থানা পুলিশেকে জানালে সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া ও অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ চোরাই মটর সাইকেল ও চোরদের ধরতে ব্যাপক তৎপরতা চালান। পরে আবাসিক হোটেল থেকে রিয়াজের ব্যবহৃত মোবাইল নাম্বার সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে ফেজবুক আইডি থেকে ঠিকানা সনাক্ত করেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে ৩দিন আগে একটি হোন্ডা বেচা-কেনা হয়েছে। খোজ নিয়ে হাসানগঞ্জ গ্রাম থেকে হোন্ডাসহ রুহুল আমিনের ছেলে শাহিনকে (২৮) আটক করে পুলিশ। আটককৃত শাহিন জানান, সে ৬০ হাজার টাকায় রিয়াজের কাছ থেকে হোন্ডাটি কিনেছে। । তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ জানান ভোলায় একটি হোন্ডা চোরাই চক্র রয়েছে। তারা বিভিন্ন সময় নতুন নতুন কৌশল অবলম্বন করে। এ চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

LEAVE A REPLY