মোঃইলিয়াছ, তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১০-১৪ ডিসেম্বর সংঘটিত দেশের সূর্যসন্তানদের নৃশংস হত্যার বিষয় তুলে ধরেন। শহীদ বুদ্ধিজীবীরা যে চেতনায় দেশ গড়তে চেয়েছেন সবাইকে সে চেতনায় দেশকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক প্রমুখ।