তজুমদ্দিনে মোবাইল কোর্টে ১৮ মটর চালকের জরিমানা

0
403

হেলাল উদ্দিন লিটন/ তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে অবৈধ মটরযানের বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ মটর সাইকেল চালকের বৈধ কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, গতকাল ৬ আগষ্ট সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোবার স্কাউট ও গালর্স গাইডদের সহযোগীতায় তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীন পুলিশ নিয়ে উপজেলা বিভিন্ন এলাকায় অবৈধ মটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১৮ মটর চালককে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে মটরজান আইন ১৯৮৩ এর ১৩৭ ও ১৩৮ ধারায় বিভিন্ন অংকে মোট ৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীন জানান, অবৈধ মটরজান চালকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ মটরযানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনার সময় উপজেলা সর্বত্রই যানবাহন চলাচল কমে যায়।

LEAVE A REPLY