ঝড়ো হাওয়া হচ্ছে ভোলায় পরছে গুড়ি গুড়ি বৃষ্টি,নদী উত্তাল

0
16

ভোলা নিউজ২৪ডটকম।। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে ঝড়ো বাতাস ও মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ভোলায় ।

বুধবার (২৬ মে) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিও বেড়েছে। মাঝে মধ্যে রোদ্র উঠছে। বিভিন্ন নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ঝড়ের প্রভাবে অতি জোয়ারে ভোলার সাত উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৩৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।

ভোলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্সিূচি (সিপিপি) উপ পরিচালক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলায় বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে। নদীও উত্তাল রয়েছে। এছাড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে সাত উপজেলা নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

LEAVE A REPLY